পশ্চিমবঙ্গ থেকে পুরী যাবার পথে বালাসোরে সড়ক দুর্ঘটনায় নিহত হুগলির ৩


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গ থেকে পুরীতে আসার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো ওই রাজ্যের তিন জনের। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন মহিলা। রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের হুগলী থেকে দুটি পরিবার একটি এসইউভিতে করে পুরীর দিকে যাচ্ছিল।  এটি সিমুলিয়া থানার অধীনে জামুঝাদি গ্রামের কাছে একটি কন্টেইনার ট্রাকের সাথে ধাক্কা খায়। পরে এসইউভিটি অন্য একটি গাড়িতেও ধাক্কা মারে। দুর্ঘটনায় এক দম্পতিসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।  

এখন পর্যন্ত ২ জন  মৃতের নাম জানা গেছে। একজনের নাম পার্বতী দাস। এছাড়া আর একজনের নাম শঙ্কর রাও, এসইউভি চালক। আহতদের চিকিৎসার জন্য সোরো হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। 
দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও ভোরের দিকে চালকের ঘুমের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ যে গাড়িটি দুর্ঘটনার কারণ তা আটক করেছে পুলিশ ৷ 
 জানা গেছে, এসইউভিটি  পাঁচজনকে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে পুরীতে ভগবান জগন্নাথের দর্শনের জন্য যাচ্ছিল। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, গাড়ির সামনের দিকটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাইকে সোর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চালকসহ তিনজনকে সেখানে মৃত ঘোষণা করা হয়। আরও দু'জন আহত মহিলার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে বালাসোর জেলার সোরোতে টালানগরের কাছে পশ্চিমবঙ্গ থেকে পুরী যাওয়ার পথে একটি পর্যটক বাস ১৬ নং জাতীয় সড়ক রাস্তা থেকে পিছলে উল্টে গেলে কমপক্ষে ৩০ জন আহত হন। এই বাসটিতে প্রায় ৬০ জন পর্যটক ছিলেন এবং পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলা থেকে পুরীর দিকে যাচ্ছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad