উত্তরপ্রদেশঃ ঘুষ নেওয়ায় পুলিসের ডেপুটি সুপারিনটেনডেন্টকে দেওয়া হলো কনস্টেবল পদ

এ যেন সুকুমার রায়ের সেই লেখা - ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ছিলেন ডেপুটি সুপার, হয়ে গেলেন কনস্টেবল 

  ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বার বার পুলিসে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় কোনও পদক্ষেপ না করার জন্য ৫ লক্ষ্য টাকা ঘুষ নিচ্ছেন উত্তরপ্রদেশ পুলিশের ক্ষেত্র আধিকারিকবিদ্যা কিশোর শর্মা। কনস্টেবল হিসাবে চাকরি জীবনের শুরু, আর শেষ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ প্রমানিত হতেই ক্ষেত্র আধিকারিক থেকে আবার ফিরে গেলেন কনস্টেবলে। 
এভাবেই পদ অবনতি করিয়ে শাস্তি দেওয়া হলো ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিদ্যা কিশোর শর্মাকে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর থেকে টুইট করে এই খবর জানানো হয়। 
জানা গেছে, ৬ বছর আগে রামপুরের এক মহিলা অভিযোগ করেছিলেন, স্বামী বিবেকানন্দ হাসপাতালের সঞ্চালক বিনোদ যাদব এবং তৎকালীন ইন্সপেক্টর রামবীর যাদব তাঁকে গণধর্ষণ করে। কিন্তু পুলিসে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এরপর ওই মহিলা মুখ্যমন্ত্রীর জনসভার আগে আত্মহত্যা করারও হুমকি দেন। এরপর শুরু হয় তদন্ত। 
এরমধ্যেই প্রকাশ্যে আসে ওই পুলিশ আধিকারিকের ঘুষ নেওয়ার ভিডিওটি। সাসপেন্ড করা হয় বিদ্যা কিশোর শর্মাকে। পরে মুখ্যমন্ত্রীর আদেশে একটি তদন্তকারী কমিটি তৈরি হয়। তদন্তের রিপোর্টে বলা হয় ওই মহিলার অভিযোগ সত্য। শেষপর্যন্ত, উত্তরপ্রদেশের   মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘুষ নেওয়ার অপরাধে শাস্তি হল বিদ্যা কিশোর শর্মার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad