দু'দিনের ওড়িশা সফরে ওড়িশা কন্যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিকালে শ্রীজগন্নাথ দর্শন

নারায়ণ পট্টনায়ক, ভুবনেশ্বর, ১০ নভেম্বর: বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ ভুবনেশ্বরে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দু'দিনের সফরে তিনি ওড়িশায় এসেছেন। 
ওডিশার রাজ্যপাল গণেশী লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিমানবন্দরে রাষ্ট্রপতি মুর্মুকে অভ্যর্থনা জানান। বিজু পট্টনায়েক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে পুরীর উদ্দেশে রওনা দেন। আজ তার সময়সূচীতে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের দর্শনের জন্য পুরী শ্রীমন্দিরে যাওয়া অন্তর্ভুক্ত রয়েছে। পরে, তিনি ভুবনেশ্বরে ফিরে আসবেন, যেখানে তাকে রাজভবনে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) এক ঘোষণায় বলেছে, রাষ্ট্রপতির মন্দির পরিদর্শনের কারণে শ্রীমন্দিরটি জনসাধারণের দর্শনের জন্য বন্ধ থাকবে। শুক্রবার রাষ্ট্রপতি ভুবনেশ্বরের তপোবন উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিট-২ এবং কুন্তলা কুমারী সাবাত আদিবাসী বালিকা হোস্টেল ইউনিট-২ পরিদর্শন করবেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করবেন। 
ওই দিনই ভুবনেশ্বরের জয়দেব ভবন থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন তিনি।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad