ছোট্ট থেকে পালন করে আসা বুনো শুয়োরের গুঁতোয় মৃত্যু হল পালকের, প্রতিবেশীরা গুলি করে মারল তাকে

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ ছোট্ট বুনো শুয়োরের ছানাকে দেখে মায়ার বন্ধনে পড়ে গিয়েছিলেন থাইল্যান্ডের কাম্পাইং ফেজ প্রদেশের বাসিন্দা ৬৮ বছর বয়সী আমানুয়া সুরিওং। দুর্বল ছানাটিকে কিনে এনে ধীরে ধীরে বড় করে তুলেছিলেন তিনি। খুব শান্ত ছিল বুনো শুয়োরটি। কিন্তু কী যে হল, সেই পালিত শুয়োরের হাতেই মৃত্যু হল তার পালকের।
জানা গেছে, প্রতিবেশীরা সুরিওংকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাড়ির মধ্যে। কিন্তু, প্যারামেডিক্স আসার আগেই আমানুয়া মারা যান। প্যারামেডিকরা এসে দেখতে পান যে শুয়োরটি উরুতে দুটি ক্ষত সৃষ্টি করেছিল আর সেখান থেকে অঝোর ধারায় রক্ত বেরিয়ে আসছিল। এরপর, উত্তেজিত প্রতিবেশীরা শুয়োরটিকে গুলি করে হত্যা করে, যাতে সে আর কাউকে আক্রমণ করতে না পারে। 
 ৫৪ বছর বয়সী লুরিয়ান সুরিওং স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমানুয়া একা থাকতেন, তাই তাকে সঙ্গ দেওয়ার জন্য বুনো শুয়োরটি কিনেছিলেন। তিনি বলেন, 'তিনি শুয়োরটিকে বিকেলের দিকে ঘোরাঘুরি করতে দিতেন এবং চরাতে দিতেন, এরপর শূকরটিকে তার ঘরে ফিরিয়ে আনা হতো। ধীরে ধীরে এটি বড় হয়ে ওঠে। ওজন দাঁড়ায় প্রায় ১২০ কেজি। মুখ থেকে বেরিয়ে আসে বড় বড় দাঁত। এর ভয়ংকর চেহারা সত্ত্বেও, প্রতিবেশীরা বলেছিল যে এটি শান্তই ছিল, কথা শুনতো। তার মালিককে আক্রমণ না করা পর্যন্ত এটিকে কখনও আক্রমনাত্মক মনেই হয়নি। এমনকি প্রতিবেশীরাও তার খাওয়ার জন্য সবজি নিয়ে আসত। লুরিয়ান আরও বলেন, 'আমি আমার শূকরটিকে তাড়া করার শব্দ শুনেছি। পরে, যখন আমি বাইরে গেলাম, দেখলাম যে তিনি ইতিমধ্যে মারা গেছেন।“

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad