শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ বলেন, শনিবার সকাল ৯টার দিকে ছেড়ে যাওয়া শারজাহগামী এয়ার এরাবিয়া একটি ফ্লাইটের যাত্রী ছিলেন মোহাম্মদ আলী। সকাল সাড়ে ৬টার দিকে তিনি ইমিগ্রেশন পার হওয়ার সময় চ্যালেঞ্জ করে তার লাগেজে দুই লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা। এসব দিরহাম ওই যাত্রীর কাঁধ ব্যাগের সঙ্গে সেলাই করা অবস্থায় ছিল বলে জানান এ শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।
তিনি বলেন, আটক যাত্রী ২০২২ সালে ছয়বার বিদেশ ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মুদ্রাপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।