মধ্যপ্রদেশের একটি চাইল্ড হোমের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ করলেন এনসিপিসিআর-এর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ National Commission for Protection of Child Rights (NCPCR) এনসিপিসিআর-এর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো গতকাল দামোহের একটি হোস্টেল এবং চাইল্ড হোমে আকস্মিক পরিদর্শন করেন। এরপর ধর্মীয় রূপান্তরের অভিযোগ করে ওই প্রতিষ্ঠানগুলি ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন এবং পুলিশকে তদন্ত করতে বলেন। এনসিপিসিআর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো সাংবাদিকদের জানান,এটা শিশুদের ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। আমরা একটি এফআইআর দায়ের করেছি এবং পুলিশকে এটি তদন্ত করতে বলেছি। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিভাগ এ ব্যাপারে অবহেলা করছে এবং মনে হচ্ছে স্থানীয় আধিকারিকরা এর সঙ্গে জড়িত।
অ্যাডিশনাল এসপি শিব কে আর সিং জানান যে তিনি ধর্মান্তরিত হওয়ার প্রমাণ পেয়েছেন। এফআইআর-এ তা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, প্রিন্সিপাল জানান, “আমরা কখনো ধর্মান্তরের সঙ্গে জড়িত ছিলাম না। আমাদের মুসলিম সন্তান আছে, কিন্তু খ্রিষ্টান সন্তান নেই। আমি একজন খ্রিস্টান কিন্তু আমি কখনই তাদের বাইবেল পড়তে বা আমাদের মতো প্রার্থনা করতে বাধ্য করিনি। মুসলিম শিশুরা নমাজ পড়ে এবং হিন্দু শিশুরা তাদের পছন্দ মতো প্রার্থনা করে। কাজেই এই অভিযোগ মিথ্যা।“
ছবি ও তথ্যঃ এ এন আই

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad