হাইলাকান্দিঃ স্কুলের ছাত্রীদের ইভ টিজিং, মোটরবাইকে ধাওয়া করে ৭ যুবককে আটকালো শিক্ষকরা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আসামের হাইলাকান্দি জেলার লালার চন্দ্রপুর এলাকার একটি স্কুলের ছাত্রীদের ইভ টিজিং করার অভিযোগে পুলিশ সাত যুবককে গ্রেপ্তার করেছে। লালা থানার অফিসার ইন-চার্জ, অলংবার বসুমাতারি জানিয়েছেন যে যুবকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। 
তিনি জানান, ওই যুবকদের নাম কাশিম উদ্দিন, রেজাউল ইসলাম বারভুইয়া, সমীর উদ্দিন, শরিফ উদ্দিন, আফজাল হোসেন, আমির হোসেন ও হাইলাকান্দি জেলার ঢোলচেররা ও বিলাইপুর গ্রামের মজমুল হক।
 শনিবার সকাল ৯টার দিকে হাইলাকান্দি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে লালার চন্দ্রপুরের একটি স্কুলের কাছে ইভ-টিজিংয়ের এই ঘটনাটি ঘটে। জানা গেছে, সাত জন যুবক একটি গাড়িতে (এএস-২৪ এসি-০৫৮৬) করে বিলাইপুরের দিক থেকে হাইলাকান্দির দিকে যাচ্ছিল। তারা আচমকাই স্কুলের প্রবেশ দ্বারের কাছে থামে এবং স্কুলের কয়েকজন ছাত্রীকে আপত্তিকর মন্তব্য করে। 
ছাত্রীরা প্রধান শিক্ষিকাকে এই ঘটনার কথা জানায়। এরপর প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষকরা যুবকদের সন্ধানের জন্য দু'চাকার গাড়িতে করে বেরিয়ে পড়েন। তারা তন্নতন্ন করে খুজতে থাকেন ২৪ এসি-০৫৮৬ নম্বরের গাড়িটি। রাস্তায় অনেককে জিজ্ঞাসা করেন, ওই নম্বরের কোনো গাড়ি দেখেছে কি না। অবশেষে, শিক্ষকরা লালা-চন্দ্রপুর বাইপাস সড়কে অভিযুক্তদের গাড়িটি দেখতে পায়। তারা বাইক নিয়ে গাড়ির সামনে এগিয়ে গিয়ে গাড়িটিকে থামায়। গাড়ি থামিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকদের গ্রেপ্তার করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad