মালদ্বীপে্র এক আবাসনে ভয়ঙ্কর আগুনঃ ৯ ভারতীয় ও ১ বাংলাদেশী নিহত


ভয়েস ৯,নিউজ ডেস্কঃ মালদ্বীপের রাজধানী মালে-র একটি আবাসনে বিধ্বংসী আগুন লেগে প্রাণ হারিয়েছেন ১১জন। এদের মধ্যে নয়জন ভারতীয় ও একজন বাংলাদেশী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। নাগরিক। এখন পর্যন্ত এই ঘটনায় ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কারও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। 
 মালদ্বীপের একটি সংবাদপত্র জানাচ্ছে, গতকাল রাতে ইস্কান্দার মার্গ এবং রিভারকেন্ডি মার্গের মধ্যবর্তী অংশে একটি গ্যারেজে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।
 যে ভবনটিতে আগুন লেগেছিল সেখান থেকে ১৪ জন অভিবাসী শ্রমিককে উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে ছিলেন এক মহিলাও।
 হাসপাতালে পাঠানো একজনের মৃত্যু হলেও বাকি ৯ জনের দেহ উদ্ধার হয়েছে ওই বহুতল থেকে। ওই বহুতলে আরও লোক ছিল কি না, তা জানার চেষ্টা চালাচ্ছে সেনা। নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
মালদ্বীপের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, 'এনডিএমএ মালেতে  বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্তদের জন্য মাফান্নু স্টেডিয়ামে একটি উচ্ছেদ কেন্দ্র খোলা হয়েছে।। ত্রাণ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে'। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জানা গেছে,মালের রাজধানী শহরটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। এখানকার ২,৫০,০০০-এর জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মানুষ।
 এদিকে, আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, দমকলের পাঁচটি ইঞ্জিন।যুদ্ধাকালীন তৎপরতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুনের সূত্রপাত হয় নিচতলায়- একটি গ্যারেজে এবং মৃতদেহগুলো প্রথম তলায় পাওয়া যায়। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক টুইটে বলা হয়েছে,"মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভারতীয় নাগরিকসহ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মালদ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। যে কোনও সহায়তার জন্য, এই নম্বরগুলিতে যোগাযোগ করুনঃ +৯৬০৭৩৬১৪৫২/+৯৬০৭৭৯০৭০১ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad