কলকাতাঃ চলন্ত ট্রেন থেকে আগ্নেয়াস্ত্র সমেত ব্যবসায়ী গ্রেপ্তার

ধৃত তপন হাজরা

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েট ভোটের আগে বোমা নিয়ে রাজনীতির বাজার গরম হয়ে উঠছে। ঠিক এই মুহুর্তেই রাজ্য এস টি এফের হাতে চলন্ত ট্রেন থেকাই গ্রেপ্তার হল এক অস্ত্র-ব্যবসায়ী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি ৭ এম এম পিস্তল ও ২ টি ওয়ান শাটার। 
পুলিশ সূত্রে জানা গেছে, এই অস্ত্র-ব্যবসায়ীর নাম তপন হাজরা, বাড়ি উত্তর ২৪ পরগণার হাবড়ায়। অন্যদিকে এস টি এফের দাবি, উত্তর ২৪ পরগণার এক বিস্তীর্ণ এলাকায় অস্ত্রের বাজার ছিল এই তপনের। হাবড়া ছাড়াও, অশোকনগর, বসিরহাট এলাকার কুখ্যাত দুষ্কৃতীদের কাছে অস্ত্র পৌঁছে দিত এই অস্ত্র-ব্যবসায়ী। 
বেশ কিছুদিন থেকেই তপনের উপর গোপ্নে নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। তার বাড়িতে অনুসন্ধান চালিয়েছিলেন এস টি এফ অফিসারেরা। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এরপর তার মোবাইল টাওয়ার ট্রেস করে জানতে পারা যায়, তিনি বিহারের মুঙ্গেরে রয়েছেন। এরপর জাল পাতেন এস টি এফের অফিসারেরা। মুঙ্গের থেকে ফেরার পথে ট্রেনের মধ্যেই তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। 
আজ তাকে শিয়ালদা কোর্টে তোলা হবে। গোয়েন্দাদের ধারণা, পঞ্চায়েত ভোটের আগে অর্ডার অনুসারে অস্ত্র আনতে এবং আরো অস্ত্রের অর্ডার দিতে মুঙ্গের গিয়েছিল তপন। কিন্তু, এখন গোয়েন্দারা খঁোজার চেষ্টা করছেন, কারা তাকে দিয়ে অস্ত্র আনার দায়িত্ব দিয়েছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad