অখিল গিরিকে কেন্দ্র করে ক্ষোভ, খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির গাড়ি আটকালো আদিবাসীরা

রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের "সারনা" ধর্ম ও "সারি" ধর্মের স্বীকৃতির দাবিতে মমতা ব্যানার্জী ২০২০ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেন। অভিযোগ, কেন্দ্রিয় সরকার এ ব্যাপারে কোন পদক্ষেপ করেনি। তাই গত ৬ জুলাই ২০২২ রাজ্য মন্ত্রিসভায় এই বিষয়ের উপরে রাজ্য একটি নির্দিষ্ট প্রস্তাব পাস করিয়েছে। বুদ্ধিজীবি মহলের বক্তব্য, বিষয়টা ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে। রাজ্য আদিবাসীদের জন্য কী করল, বা কী করবে, তা দিয়ে অখিল গিরির কু-বচনকে ঢাকা যাবে না
 নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে কেন্দ্র করে সারা ভারতের সঙ্গে ওড়িশা ও পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের মধ্যে ক্ষোভ ক্রমশঃ তীব্র হয়ে উঠছে। গতকাল বিজেপি নেতারা আদিবাসী সমাজের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানানোর কথা বলেছিলেন। আজা সকাল থেকেই এই প্রতিবাদের অঙ্গ হিসাবে বাঁকুড়ার আদিবাসী সমাজের বিরাট একটা অংশ খাতরা-বাঁকুড়া রাজ্য সড়কে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
 জানা গেছে, সেই সময় খাতরার বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে বাঁকুড়া যাচ্ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। অবরোধে আটকে যায় তার গাড়ি। এরপর আদিবাসীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। অখিল গিরির কড়া শাস্তির দাবি জানান আদিবাসীরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এরপর আদিবাসীদের এক প্রতিনিধি দল খাতরা থানাতে যান, অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ জানাতে। 
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসীদের ক্ষোভ প্রশমনে, বিধায়কদের নির্দেশ দিয়েছেন, আদিবাসী এলাকায় তাদের প্রচার জোরদার করার জন্য। আদিবাসীদের জন্য তৃণমূল সরকার কী কী কাজ করেছে, তা তাদের বুঝিয়ে বলার জন্য। এছাড়া, রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের "সারনা" ধর্ম ও "সারি" ধর্মের স্বীকৃতির দাবিতে মমতা ব্যানার্জী ২০২০ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেন। অভিযোগ, কেন্দ্রিয় সরকার এ ব্যাপারে কোন পদক্ষেপ করেনি। তাই গত ৬ জুলাই ২০২২ রাজ্য মন্ত্রিসভায় এই বিষয়ের উপরে রাজ্য একটি নির্দিষ্ট প্রস্তাব পাস করিয়েছে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, উপজাতীয় সম্প্রদায়ের একটি অংশের জন্যে "সারনা" ধর্মের স্বীকৃতির বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে৷ 
 রাজনৈতিক ভাষ্যকাররা মনে করছেন, গতকাল অখিল গিরির কু-বচনে দলের ভাবমূর্তি যেভাবে ড্যামেজ হয়েছে, তা অনেকটা সারানো যাবে। কিন্তু, বুদ্ধিজীবি মহলের বক্তব্য, বিষয়টা ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে। রাজ্য আদিবাসীদের জন্য কী করল, বা কী করবে, তা দিয়ে অখিল গিরির কু-বচনকে ঢাকা যাবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad