নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লি, ভয়েস ৯ঃ প্রেমের জেরে খুনের ঘটনা ক্রমশঃ বেড়ে চলেছে দেশ জুড়ে। বদলে যাচ্ছে কিশোর মানসিকতাও। প্রেমকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে কিশোরী-কিশোর হত্যার ঘটনা বাড়ছে। খুন টাও সহজ হয়ে গেছে, এই সমস্ত মানসিকতার মানুষদের। এবারে এই ধরণের ঘটনা ঘটল রাজধানীতে। জানা গেছে, দিল্লির পশ্চিম জেলার খাইয়ালা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করা হয়েছে ১৫ বছরের এক কিশোরকে। রাত ৮টা নাগাদ খয়লা এলাকার একটি ড্রেনের কাছে একটি পার্কে এই ঘটনা ঘটে। সূত্রের খবর, ত্রিকোণ প্রেমের জেরে খুন করা হয়েছে ওই নাবালককে। নিহত কিশোরের নাম শহীদ। তাকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়, যার ফলে তার মৃত্যু হয়। অভিযুক্তদের গ্রেফতারে তল্লাশি শুরু করেছে পুলিশ।