Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

প্রবল শৈত্য-প্রবাহ: কানপুরে এক দিনে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের কারণে ২৫ জনের মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তর প্রদেশের শীত ি দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। বৃহস্পতিবার কানপুরে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয় কোনো চিকিৎসা পাওয়ার আগেই। চিকিৎসকদের মতে, হঠাৎ করে ঠান্ডায় রক্তচাপ বেড়ে যাওয়া এবং রক্ত জমাট বাঁধার ফলে হার্ট অ্যাটাক ও ব্রেন অ্যাটাক হচ্ছে। কার্ডিওলজি ইনস্টিটিউটের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ইমার্জেন্সি ও ওপিডিতে ৭২৩ জন হৃদরোগী এসেছিলেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ৪১ জন রোগী ভর্তি ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাত হৃদরোগীর মৃত্যু হয়েছে ঠান্ডাজনিত কারণে। এছাড়া ১৫ জন রোগীকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। কার্ডিওলজির অধিকর্তা অধ্যাপক বিনয় কৃষ্ণ বলেন, এই আবহাওয়ায় রোগীদের ঠান্ডার হাত থেকে রক্ষা করতে হবে। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) এক ফ্যাকাল্টি মেম্বার বলেন, 'এই ঠান্ডা আবহাওয়ায় হার্ট অ্যাটাক শুধু বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আমাদের এমন কিছু ঘটনা রয়েছে যখন এমনকি কিশোর-কিশোরীরাও হার্ট অ্যাটাকের শিকার হয়েছে। বয়স যাই হোক না কেন, প্রত্যেকেরই উষ্ণ থাকা উচিত এবং যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকা উচিত।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad