জন্ম সনদে শিশু বাংলাদেশী হলেও মা-বাবার জাতীয়তা এলো 'উগান্ডা'

ভয়েস ৯,ঢাকা ব্যুরোঃ বাংলাদেশের রাজশাহীর পুঠিয়ায় এক শিশুর জন্ম সনদে মা-বাবার জাতীয়তা এসেছে উগান্ডা। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম বলেন, গত প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্ম সনদের জন্য পরিষদে আবেদন করা হয়। এদিকে গত সোমবার সকালে পরিষদ থেকে জন্ম সনদটি তুলে আনা হয়। পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তার স্থানে বাংলাদেশের স্থলে উগান্ডা লেখা। আর ওই সনদে চেয়ারম্যান নিজেই সীল স্বাক্ষর করেছেন। 
রাকিবুল ইসলাম আরও বলেন, এই ভুলের বিষয়টি গতকাল সোমবার পরিষদে জানালে সংশোধনীর জন্য তাঁদের আবারো টাকা দিতে হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে একজন ইউনিয়ন পরিষদের সদস্য সংবাদমাধ্যমকে বলেন, পরিষদের ডাটা এন্টি অপারেটর মাঝে-মধ্যেই এমন ঘটনা ঘটাচ্ছে। বিষয়গুলো তদারকি করতে চেয়ারম্যান ও অপারেটরকে একাধিকবার বলেও কোনো লাভ হচ্ছে না। আর তাঁদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে জনসাধারণকে। 
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু বলেন, এটা আমাদের ভুল নয়, মাঝে মধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগি সংশোধনীর আবেদন করলে দিলে আমরা ঠিক করে দেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad