অমরনাথ যাত্রার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিল সেনাবাহিনী
7:44:00 AM
0
ফাইল চিত্র
শ্রীনগর: সেনাবাহিনী শনিবার জানিয়েছে, ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া অমরনাথ যাত্রার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কারণ তারা এ বছর তীর্থযাত্রীদের জন্য আরও বেশি হুমকির আশঙ্কা রয়েছে।
এক শীর্ষ সেনা আধিকারিক জানিয়েছেন, অমরনাথ যাত্রায় সম্ভাব্য হামলা সম্পর্কে তাদের কাছে ইনপুট রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে এই বছর তীর্থযাত্রাকে নিরাপদ ও নিশ্চিত করার জন্য এর জন্য ত্রিস্তরীয় ব্যবস্থা করা হয়েছে। ফাঁকফোকরগুলির সমাধান করা হচ্ছে এবং নিরাপত্তা বিষয়ে কোনও আপস করা হবে না। সেনা অফিসার আরো জানান, "আমরা সাধারণত প্রতি বছর যাত্রাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সম্পর্কে ইনপুট পাই, তবে এই বছর, এই জাতীয় ইনপুট এরো বেশি রয়েছে।" সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিক সহ ‘টার্গেট’ হত্যার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কাশ্মীরের পহেলগামের ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার নুনওয়ান এবং মধ্য কাশ্মীরের গান্দেরবালের ১৪ কিলোমিটার ছোট বালতাল- এই দুটি রুট থেকে ৩০ জুন ৪৩ দিনব্যাপী এই যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
সাধু সহ তীর্থযাত্রীদের প্রথম ব্যাচ যাত্রা শুরুর একদিন আগে ভগবতী নগর এবং জম্মুর রাম মন্দির থেকে কাশ্মীরের দুটি বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবে।
Tags