আমেরিকাঃ মেরিল্যান্ডের ম্যানুফ্যাকচারিং এলাকায় গণগুলিতে ৩ জন নিহত, ৩ জন আহত

স্মিথসবার্গঃ সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার স্মিথসবার্গের উত্তরে একটি উত্পাদন কেন্দ্রে একটি গণ গুলি চালানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওয়াশিংটন কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, ডেপুটিরা দুপুর আড়াইটার দিকে একটি গুলির চালানোর খবর পায়। ডেপুটিরা যখন ঘটনাস্থলে পৌঁছে চারজন গুলিবিদ্ধ ব্যাক্তিকে উদ্ধার করে। জানা গেছে, পুলিশের গাড়ি আসার আগেই এক সন্দেহভাজন পালিয়ে যায়। মেরিল্যান্ড স্টেট পুলিশের এক কর্মী ওই সন্দেহভাজন ব্যক্তির মুখোমুখি হয়। পরস্পরকে লক্ষ্য করে তারা গুলি চালায়। তারা গুলি বিনিময় করে। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেট পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরোর প্রধান লেফটেন্যান্ট কর্নেল বিল ডফলেমায়ার বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, “সন্দেহভাজন ব্যক্তির চিকিৎসা চলছে।“ ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগ মুলেনডোর মার্ক অ্যালান ফ্রে জানান, নিহতরা সকলেই ম্যানুফ্যাকচারিং কেন্দ্রের কর্মচারী ছিলেন। এরা হলেন চার্লস এডওয়ার্ড, মিনিক জুনিয়র এবং জোশুয়া রবার্ট ওয়ালেস।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad