শুরু হয়েছে গুয়াহাটির নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দিরে সুপ্রাচীন অম্বুবাচি

গুয়াহাটি: শুরু হয়েছে গুয়াহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে সুপ্রাচীন অম্বুবাচি মেলা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কামাখ্যা পাহাড়ে সমবেত হয়েছেন সাধু-সন্ন্যাসীরা। এসেছেন দেশের নানা প্রান্ত থেকে পূণ্যলোভী মানুষজন। জানা গেছে, বুধবার রাত ৮-টা ১৮ মিনিট ১৩ সেকেন্ডে অম্বুবাচি মহাযোগের শুরু আর শেষ হবে ২৬ জুন রবিবার সকাল ৮-টা ৪১ মিনিট ৫১ সেকেন্ডে। গত দু-বছর করোনার প্রভাবে অম্বুবাচি অনুষ্ঠান সেভাবে পালন করা সম্ভব হয়নি, সাধু-সন্ত-সন্ন্যাসী, ভক্তকুল ছাড়া কেবল নিয়মরক্ষায় খুব সীমিত সংখ্যায় সেবাইতের হাতে পালিত হয়েছিল কামাখ্যা দেবীর প্রবৃত্তি ও নিবৃত্তির অনুষ্ঠান। এবারে কামাখ্যা পাহাড় ছেয়ে গেছে নানাপ্রান্তের সাধু-সন্ন্যাসী আর নর-নারীতে। তবে, করোনা পরিস্থিতির উন্নতি হলেও জারি করা হয়েছে কিছু বিধিনিষেধ। অম্বুবাচি মেলা সম্পর্কে পর্যটনমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া জানান, ভক্ত-যাত্রীদের জন্য ফ্যান্সিবাজারে পুরনো কারাগার চত্বরে তৈরি করা হয়েছে অস্থায়ী আবাস। সোনারাম ফিল্ডেও আবাস ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। অন্যবারের মতো এবার পাহাড়ের ওপর কোনও ক্যাম্প তৈরি করা হয়নি। এবার ৩০ হাজার পুণ্যার্থীর থাকা ও খাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে এখনও কম ভক্তসমাগম হয়েছে বলে মনে করছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, আইএসবিটি এবং দুই রেলওয়ে স্টেশন কামাখ্যা ও গুয়াহাটিতে বাসের ব্যবস্থা রয়েছে। প্ৰথম দফায় ৮০টি বাসে ব্যবস্থা রাখা হলেও প্ৰয়োজনে এর সংখ্যা বাড়ানো হবে। এছাড়া এবার কেবল বয়োজ্যেষ্ঠদের জন্য রাখা থাকবে ফেরি কার। কোনও ভিআইপি বা ভিভিআইপি পাসের ব্যবস্থা এবার রাখা হয়নি। রাস্তাগুলি দিয়ে উপরে মন্দিরে যাওয়ার জন্য রেলিঙের ব্যবস্থা করেছে প্রশাসন, জানান জয়ন্তমল্ল বরুয়া। বিগত দিনগুলির মতো এবার বিশেষ জাকজমক থাকবে না অম্বুবাচি মেলায়। থাকবে না কোনও ধরনের উদ্বোধনী অনুষ্ঠানও, বলেন পর্যটন মন্ত্রী জয়ন্তমল্ল।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad