নোট বাতিল করবে এবার ব্যাঙ্কই, করতে হবে নোটের ফিটনেস পরীক্ষা - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Sunday, July 03, 2022

নোট বাতিল করবে এবার ব্যাঙ্কই, করতে হবে নোটের ফিটনেস পরীক্ষা

মুম্বাইঃ নষ্ট হয়ে যাওয়া ব্যবহৃত নোটের ভাগ্য নির্ধারণ করবে ব্যাঙ্ক। যে সমস্ত নোট ছেঁড়াখোঁড়া অবস্থায় পৌঁছেছে সেগুলিকে একেবারে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর এ ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ হিসাবে এবার থেকে ফিটনেস টেস্ট হবে নোটেরও। বাধ্যতামূলক করা হয়েছে নোটের ফিটনেস পরীক্ষা। দেশের সমস্ত ব্যাঙ্ককে নোট কাউন্টিং মেশিনের পরিবর্তে নোটের ফিটনেস যাচাইয়ের মেশিন ব্যবহার শুরু করার নির্দেশ দিয়েছে আরবিআই। নোটের ফিটনেসের জন্য রিজার্ভ ব্যাঙ্ক ১১টি মানদণ্ড নির্ধারণ করেছে। নোটগুলি নির্ধারিত মানদণ্ড পূরণ না করলে বাতিল করে দেওয়া হবে। তিন মাস পর পর নোটগুলির ফিটনেস পরীক্ষা সম্পর্কে রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটি রিপোর্ট পাঠাতে হবে ব্যাঙ্কগুলিকে। রিপোর্টে জানাতে হবে কতগুলি নোট কোন মান পূরণ করতে পারেনি। মানদণ্ড নিরূপণের জন্য দেওয়া হয়েছে নিচের তথ্যগুলি - কোণায় ভাঁজ থাকা নোট - বহু ভাঁজওয়ালা নোট -ভাঁজ করায় বিকৃত হয়ে যাওয়া নোট। - আবছা হয়ে যাওয়া ছাপা। - টেপ, কাগজ বা আঠা দিয়ে আটকানো নোট। - দুই দিক সম্পূর্ণ নোংরা নোট। -বিকৃত চিহ্ন দেওয়া নোট - ফুটিফাটা নোট - দাগযুক্ত নোট - লেখালিখি থাকা নোট

No comments:

Post a Comment

Post Top Ad