হেট স্পীচঃ বিদ্বেষমূলক বক্তব্য বিরোধী আইন আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রিয় সরকার - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Tuesday, July 05, 2022

হেট স্পীচঃ বিদ্বেষমূলক বক্তব্য বিরোধী আইন আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রিয় সরকার

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ সোস্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জে বি পারদিওয়ালা রবিবার সংসদকে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য যথাযথ আইনী ও নিয়ন্ত্রক বিধান প্রবর্তনের বিষয়টি বিবেচনা করে দেখার আহ্বান জানিইয়েছিলেন। শুধু মিডিয়া ট্রায়াল নয়, এই মুহুর্তে বিশ্বজুড়ে হিংসা ও ঘৃণা ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া। সোস্যাল মিডিয়ায় একশ্রেণির মানুষ কখনো মিথ্যা ঘটনা প্রকাশ করে, কিংবা বিদ্বেষ্মূলক বক্তব্য পোস্ট বা শেয়ার করে সমাজে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করছে বলে বার বার অভিযোগ উঠেছে। তাই এ ধরনের কাজ বন্ধ করতে সরকার ঘৃণাবিরোধী আইন আনার প্রস্তুতি নিচ্ছে। এই আইনের মাধ্যমে হিংসা-বিদ্বেষমূলক বক্তব্য ও বিষয়বস্তুর সংজ্ঞা নির্ধারণ করা হবে। রবিবার মে মাসের রিপোর্ট পেশ করেছে সোশ্যাল মিডিয়া সংস্থা মেটা। এতে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে ফেসবুকে প্রায় ৩৮ শতাংশ এবং ইনস্টাগ্রামে ৮৬ শতাংশ ীই ধরণের কনটেন্ট বেড়েছে। জানা গেছে, বর্তমানে আইনের খসড়া তৈরির কাজ চলছে। চলতি বছর সংসদে এ ব্যাপারে একটি বিল পাস করানোর চেষ্টা করছে সরকার। খসড়া তৈরির সময় ঘৃণা ছড়ানো, হিংসায় প্ররোচনা দেওয়া এবং মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত আইনের সব দিকই নজরে রাখা হচ্ছে। খসড়া তৈরি হওয়ার পর এ বিষয়ে মানুষের মতামত নেওয়া হবে। মতামতের সময় নতুন তথ্য উঠে এলে তা আইনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad