রাশিয়া-ইউক্রেন যুদ্ধঃ “মস্কোর হামলায় বিরতি নেই” ঃ জেলেনস্কি

নিউজ ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া তার দেশে ৩৪টি বিমান হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে দুনেৎস্ক শহর। এই শহরের চসিভ ইয়ারে ১৫ জন নিহত হয়েছেন। তিনি বলেন, মস্কো একটি অপারেশনাল 'বিরতি' নিচ্ছে, এই ধারণাটা একটি রূপকথা ছাড়া আর কিছু নয়। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক চসিভ ইয়ার হামলাকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করে বলেছেন, রাশিয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাসী পৃষ্ঠপোষকের তালিকায় রাখা উচিত। লুহানস্কের গভর্নর বলেছেন, “ইউক্রেনের সেনাবাহিনী স্লোভিয়ানস্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) পূর্বে বিলোহরিভকা এলাকায় রাশিয়ান বাহিনীকে আটকায়। রাশিয়ান বাহিনী যেখান থেকেআশেপাশের বসতিগুলিতে গোলাবর্ষণ করছে এবং বিমান হামলা চালাচ্ছে। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ক্রাইভি রিহ এলাকার দুটি শহর এবং বেশ কয়েকটি গ্রামে সারা রাত ধরে গোলাবর্ষণ করা হয়েছিল।“

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad