বঙ্গে আবার মিঠুনঃ বঙ্গ বিজেপিতে কি নতুন সমীকরণ? - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Monday, July 04, 2022

বঙ্গে আবার মিঠুনঃ বঙ্গ বিজেপিতে কি নতুন সমীকরণ?

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাংলার ছেলের বাংলায় ফিরে আসা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারেনা। কিন্তু তার নাম যদি হয়, মিঠুন চক্রবর্তী, তাহলে সবাই এই নায়কের ফিরে আসায় আনন্দ প্রকাশ করবেন। কিন্তু বিজেপির একজন হিসাবে এই মুহুর্তে যদি মিঠুন কলকাতায় আসেন আর বিজেপি দপ্তরে যেতে চান, তাহলে অঙ্কটা বেশ এলোমেলো হয়ে যায়। বং বিজেপিতে ভাঙ্গনে এর চোরাবালিতে হঠাৎ একবছর পর মিঠুন কেন, এই প্রশ্নটাই এখন বিজেপির অন্দরে ঘুরপাক খাচ্ছে। তবে কি কোনো নতুন সমীকরণ? আর আলোড়ন পড়বেই বা না কেন? জাতীয় কর্মসমিতির সদস্য হয়েও তিনি এর আগে বিজেপি দপ্তরে আসেন নি। তাহলে এবার কেন? তবে কি বঙ্গে বিজেপির পালে হাওয়া দেওয়ার জন্যই এই ‘জাত কেউটের’ আগমন? উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ হন মিঠুন। কিন্তু ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। তত ক্ষণে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর একান্ত বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর পর ২০২১ সালের ২৭ মার্চ সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে বিজেপিতে যোগ দেন মিঠুন। এরপর বাংলায় বিজেপি শিবিরের হয়ে প্রচার করতেও দেখা যায় মিঠুনকে। কলকাতায় ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেও তাঁকে ভাষণ দিতে দেখা যায়। বিখ্যাত বাংলা সিনেমার সংলাপ 'অমি জাত গোখরো, এক ছোবলেই ছবি', 'মারবো এখানে, ল্যাশ পরবে শ্মশানে'-র মতো বিখ্যাত বাংলা ছবির সংলাপ ব্যবহার করে বিতর্কের জন্ম দেন তিনি। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বাংলার রাজনীতিতে মিঠুনকে আর দেখা যায়নি। এক বছরেরও বেশি সময় পর মিঠুনের কলকাতায় আবির্ভাব নিঃসন্দেহে ‘কিছু একটা’ বটেই।

No comments:

Post a Comment

Post Top Ad