প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে দেখা মিললো এই আশ্চর্য প্রাণীগুলির


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
এর আগে ওদের দেখা মেলেনি, অথচ ওরা ছিল। অদ্ভুত এই প্রাণিগুলিকে খুজে পাওয়া গেল প্রশান্ত মহাসাগরের প্রায় ৫,৫০০ মিটার গভীরে। একটা-দুটো নয়, পাওয়া গেল ৩০ টি নতুন প্রজাতি, যা এর আগে কখনো দেখা যায়নি। শুধু তাই নয়, গভীর সমুদ্র থেকে উদ্ধার হওয়া ৫৫ টি নমুনার মধ্যে ৪৮ টি নতুন। ব্রিটিশ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানীরা গভীর সমুদ্রে বসবাসকারী ৩০টি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন, যার মধ্যে রয়েছে স্টারফিশ থেকে সামুদ্রিক শসা। হাওয়াই এবং মেক্সিকোর মধ্যে প্রায় পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্লারিয়ন-ক্লিপারটন জোন। অঞ্চলটি প্রায় ৫,৫০০ মিটার গভীর, যা মাউন্ট কিলিমাঞ্জারোর উচ্চতার প্রায় সমান গভীর। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সামুদ্রিক জীববিজ্ঞানীদের আকর্ষণ করত। জানা গেছে, এর সমতল ভূগর্ভস্থ সমভূমিগুলি পলিমেটালিক নোডুলস নামে পরিচিত আলু-আকারের খনিজ পিণ্ডে আচ্ছাদিত। গামি কাঠবিড়ালি ডাকনাম, গভীর সমুদ্রে পাওয়া এক ধরনের সামুদ্রিক শসা। 
(ছবি: ডিপসিসিজেড অভিযান, গর্ডন ও বেটি মুর ফাউন্ডেশন এবং এনওএএ)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad