ইডি ঝাড়খন্ডএর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রের কাছ থেকে ৩০ কোটি টাকা মূল্যের ভেসেল উদ্ধার করল

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ঝাড়খণ্ডের বারহেতের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রাজনৈতিক প্রতিনিধি পঙ্কজ মিশ্রের কাছ থেকে ৩০ কোটি টাকার একটি ভেসেল বাজেয়াপ্ত ্করেছে। প্রসংতঃ উল্লেখ্য, বেআইনি খনি মামলায় ইডি পঙ্কজ মিশ্রকে গত ১৯ জুলাই গ্রেফতার করার পর ৩৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হানা দিয়ে নগদ ১১ কোটি ৮৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। তল্লাশি অভিযানের সময়, ইডি তাদের আস্তানা থেকে অবৈধভাবে পরিচালিত পাঁচটি স্টোন ক্রাশারও বাজেয়াপ্ত করেছিল। এছাড়া, ইডি পাঁচটি অবৈধ বন্দুক এবং কার্তুজও বাজেয়াপ্ত করে। গত ৭ জুলাই সাহিবগঞ্জ, বারহেট, রাজমহল, মির্জা চৌকি ও বারহারওয়ার ১৯টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। যার মধ্যে ৫.৩৪ কোটি টাকার অপরাধমূলক নথি এবং নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডি-র বিবৃতিতে বলা হয়েছে, ওই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০০ কোটি টাকা আয়ও ধরা পড়েছে। জানা গেছে, ইডি পঙ্কজ মিশ্রের কাছ থেকে এমভি ইনফ্রা লিঙ্ক-৩ নামে যে ভেসেলটি বাজেয়াপ্ত করেছে তা বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। ইডি বেঙ্গল ফেরি আইন, ১৮৮৫ এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী জাহাজের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এছাড়া, সাহেবগঞ্জে দুটি অবৈধ খনিও খুঁজে পেয়েছে ইডি। যার মধ্যে একটি চালাচ্ছেন বিষ্ণু যাদব ও অন্যান্যরা। অবৈধভাবে খনন করা এলাকায় আনুমানিক ৩৭.৫ মিলিয়ন ঘনফুট পাথরের চিপস যার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad