অর্পিতার দাবি পার্থ চ্যাটার্জি তাঁর বাড়িকে 'মিনি ব্যাঙ্ক' হিসেবে ব্যবহার করতেন

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বলেছেন যে পার্থ তার বাড়িতে টাকা জমা দিতেন এবং এটিকে একটি "মিনি-ব্যাংক" এর মতো আচরণ করতেন। উল্লেখ্য, গত ২২ জুলাই অর্পিতার বাড়িতে অভিযান চালিয়ে ইডি ২১ কোটি টাকা নগদ পেয়েছিল। এনডিটিভি সূত্রে জানা গেছে, অর্পিতা বলেছেন "সব টাকা এক ঘরে লুকিয়ে রাখা হতো, যেখানে শুধু পার্থ চ্যাটার্জি ও তার লোকজনের ঢোকার অধিকার ছিল।“ অন্যদিকে, চিটফান্ড যোগ এর হদিশ পেয়েছে বলে দাবি ইডির। এন ডি টি ভি এর মতে অর্পিতা দাবি করেছেন যে মন্ত্রী সপ্তাহে একবার বা ১০ দিনে তার বাড়িতে যেতেন। তিনি এজেন্সিকে বলেছেন, পার্থ চ্যাটার্জি তার বাড়িতে এবং অন্য এক মহিলার বাড়িতে তার অর্থ লুকিয়ে রাখতেন। সেই মহিলা তার ঘনিষ্ঠ বন্ধুও। অর্পিতা মুখার্জীর আইনজীবীরা পরবর্তী শুনানিতে আদালতে ইডির দাবি অস্বীকার করতে পারেন এবং তাদের তদন্তের বিবরণ মিডিয়াতে ফাঁস করার জন্য ইডিিকে আক্রমণ করেছেন। ইডি-র দাবি, ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রাথমিক শিক্ষক পদের জন্য ৪৮ জন প্রার্থীর নাম রোল নম্বর, নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড-সহ গ্রুপ ডি-র কর্মী নিয়োগ সংক্রান্ত নথি এবং তৃণমূলের এক প্রাক্তন বিধায়কের লেটারহেডে লেখা চিঠি পাওয়া গেছে। উল্লেখ্য, শুক্রবার রাতে পার্থ চ্যাটার্জীর ঘনিষ্ঠ সহযোগীর বাড়ি থেকে ইডি নগদ ২০ কোটি টাকা উদ্ধার করার পরে প্রবীণ নেতাকে মানি লন্ডারিং প্রতিরোধ (পিএমএলএ) আইনে গ্রেপ্তার করা হয়েছিল। এর পরপরই, তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad