হাঁসখালির ৯ অভিযুক্তের বিরুদ্ধে রানাঘাটের বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করলো সিবিআই

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ নদিয়া জেলায় হাঁসখালির এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের করা মামলায় ৯ অভিযুক্তের বিরুদ্ধে রানাঘাটের বিশেষ জজ আদালতে (পকসো কোর্ট) চার্জশিট দাখিল করেছে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য, , গত ৫ এপ্রিল গাজনা পঞ্চায়েত এর তৃণমূল সদস্য সমর গোয়ালীর ছেলে ব্রজ গোয়ালীর জন্মদিন ছিল । সেই কারণেই সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে আসে বছর ১৪ বছরের ওই নাবালিকা । অনুষ্ঠানের পর এক মহিলা ওই নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেয় । বাড়িতে এসে মেয়েটি শারীরিক অসুস্থতার কথা জানায় । অভিযোগ ওই মহিলা হুমকি দেয়, এ বিষয়ে অন্য কাউকে কিছু জানালে কিংবা সরকারি হাসপাতালে গেলে ছেড়ে দেওয়া হবে না । এরপর ভোরের দিকে নির্যাতিতার তীব্র যন্ত্রণা শুরু হয় এবং গোপনাঙ্গ থেকে রক্তপাত ঘটতে থাকে । নাবালিকার পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি ডাক্তারের কাছে নিয়ে যান । এরপর রবিবার সকালে ওই নাবালিকার মৃত্যু হয় । অভিযোগ এই ঘটনা জানাজানি হতে ওই এলাকায় তৃণমূলের কিছু প্রভাবশালী লোকজন এসে স্থানীয় একটি শ্মশানে তড়িঘড়ি নাবালিকা মেয়েটির দাহ করে দেয় । এমনকী প্রমাণ লোপাটের জন্য় চিতায় জল ঢেলে পরিষ্কার করে দেওয়া হয় দেহের ছাইও ৷
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad