মাঝ-আকাশে বোমাতঙ্কঃ স্প্যানিশ ফাইটার প্লেন নামালো ইজিজেটের এয়ারবাস এ৩১৯ কে
7/04/2022 05:23:00 PM
1
নিউজ ডেস্কঃ গ্যাটউইক থেকে হলিডে আইল্যান্ড মেনোরকা যাওয়ার পথে মাঝ আকাশে ইজিজেটের এয়ারবাস ইজেডওয়াই৮৩০৩ কে আটকালো স্প্যানিশ বিমান বাহিনী ফাইটার প্লেন। ইজিজেটের যাত্রীরা হতবাক হয়ে গিয়ে দেখতে থাকে তাদের বিমানের পাশাপাশি একটি স্প্যানিশ এফ-১৮ উড়ছে। বিমানের সব যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর বিমানটিকে মাটিতে নামানো হয়।
জানা গেছে, ১৮ বছর বয়সী এক ব্রিটিশ বিমানটিতে বোমা হামলার হুমকি দিয়েছিল। এই হুমকির পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেয়। এদিকে ওই কিশোরটি তার বন্ধুদের নিয়ে ভূমধ্যসাগরীয় হলিডে আইল্যান্ডে ছুটি কাটাচ্ছিল।