মানি লন্ডারিং মামলায় মহিলা সাক্ষীর অভিযোগের ভিত্তিতে সঞ্জয় রাউতের বিরুদ্ধে এফআইআর



ভয়েস ৯, নিউজ ডেস্কঃ রবিবার মুম্বাই পুলিশ সঞ্জয় রাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ইডির অর্থ পাচার সংক্রান্ত মামলার এক মহিলা সাক্ষী অভিযোগ করেছেন যে তাকে শিবসেনা সাংসদ হুমকি দিয়েছিলেন। সাক্ষী স্বপ্না পাটকরের ভাকোলা থানায় সঞ্জয় রাউতের বিরুদ্ধে তাকে অসম্মাননার অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা, একটি টাইপ করা কাগজে ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছিলেন। এরপর তিনি ষী পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে একটি পুরুষ কণ্ঠ অশালীন ভাষা ব্যবহার করে একজন মহিলাকে হুমকি দিচ্ছে শোনা যায়। 
আধিকারিকরা জানিয়েছেন শনিবার, ভারতীয় দণ্ডবিধির ৫০৭ ধারা (একটি বেনামী যোগাযোগের মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শন) এর অধীনে একটি নন-কগনিজেবল (এনসি) মামলা দায়ের করা হয়। পরে রবিবার সেটিকে এফআইআর হিসাবে লিপিবদ্ধ করা হয়। রাউতের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে অপমান), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শনের জন্য শাস্তি) এবং ৫০৯ (কোনও মহিলার শালীনতাকে অপমান করার উদ্দেশ্যে) ধারা প্রয়োগ করেছে। 
মানি লন্ডারিং মামলার ওই সাক্ষী রবিবার পুলিশের কাছে তার জবানবন্দিও রেকর্ড করেছেন জানিয়ে এক আধিকারিক বলেন, তার অনুরোধ অনুযায়ী তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার, মানি-লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কয়েক ঘন্টা ধরে অভিযান চালিয়ে রাউতকে গ্রেপ্তার করা হয়েছিল।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad