কানাডার সাসকাচেওয়ানের দুই সম্প্রদায়ের মধ্যে ছুরির যুদ্ধ, ১০ জন নিহত, ১৫ জন আহত ১৫

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ কানাডার সাসকাচেওয়ানের উত্তর-পূর্বে ওয়েল্ডনের পার্শ্ববর্তী গ্রামে।দুই সম্প্রদায়ের মধ্যে ছুরির আঘাতে কমপক্ষে ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, জেমস স্মিথ ক্রি নেশন এবং সাসকাটুনের উত্তর-পূর্বে ওয়েলডন গ্রামের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। 
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় বলেন, 'সাসকাচেওয়ানে আজ যে হামলা হয়েছে তা ভয়াবহ ও হৃদয়বিদারক। আমি তাদের কথা ভাবছি যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন। 
 সাসকাচুয়ানের রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, পুলিশ বিশ্বাস করে যে নিহতদের মধ্যে কয়েকজনকে লক্ষ্য করে হামলা করা হয়েছে এবং অন্যদের এলোমেলোভাবে আক্রমণ করা হয়েছে। "আজ আমাদের প্রদেশে যা ঘটেছে তা ভয়াবহ," তিনি বলেন।
এই হত্যাকাণ্ডে পুলিশ ড্যামিয়েন এবং মাইলস স্যান্ডারসন নামে দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে। ড্যামিয়েনের বয়স ৩১ বছর, পাঁচ ফুট সাত ইঞ্চি (১৭০ সেন্টিমিটার) লম্বা, কালো চুল এবং বাদামী চোখের সাথে ১৫৫ পাউন্ড (৭০ কেজি) ওজনের। মাইলস ৩০ বছর বয়সী, ছয় ফুট এবং এক ইঞ্চি (১৮৫ সেন্টিমিটার) লম্বা এবং ২৪০ পাউন্ড (১০৮ কেজি), বাদামী চুল এবং বাদামী চোখ সহ। ব্ল্যাকমোর বলেন, সন্দেহভাজনদের মধ্যে সম্পর্ক অস্পষ্ট। 
 সামাজিক যোগাযোগ মাধ্যমে, জেমস স্মিথ ক্রি নেশন-এর বাসিন্দারা রবিবার সকালে এই সম্প্রদায়কে নিয়ে যে সন্ত্রাস চলেছে, তার কাহিনী তুলে ধরেছেন। একজন একটি ভাঙা দরজার হ্যান্ডেলের একটি ছবি পোস্ট করেছেন, তিনি লিখেছেন, ওরা যখন এটা ভেঙ্গে ফেলল, তখন তার বোন বাড়িতে ছিল না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad