জানা গেছে, ২০২২-‘২৩ অর্থবর্ষের বাজেটে নগর এবং পুরসভা এলাকার উন্নয়নের জন্য ১২ হাজার ৮১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আদালত জানিয়েছে, কিন্তু পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না রাজ্য সরকার। জাতীয় পরিবেশ আদালতের চেয়ারপার্সন তথা বিচারপতি এ কে গোয়েল জানিয়েছেন, ‘নাগরিকদের জন্য দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার দায়িত্ব সাংবিধানিক ভাবেই রাজ্যের ওপর পড়ে। দূষণমুক্ত পরিবেশে প্রাণ খুলে শ্বাস নেওয়া নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
অর্থের ঘাটতির দোহাই দিয়ে তা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা যায় না। পরিবেশের ক্ষতিসাধন রুখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি, আগের ভুলের মাশুলও দিতে হবে রাজ্যকে। তাই জরিমানা করা হচ্ছে। এর পরও ঢিলেমি চোখে পড়লে, অতিরিক্ত জরিমানাও করা হবে।’
রাজ্য সরকারকে ৩৫০০ কোটি টাকা জরিমানা জাতীয় পরিবেশ আদালতের, সুপ্রীম কোর্টে যাচ্ছে রাজ্য
7:46:00 AM
0
ভয়েস ৯, কলকাতাঃ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা জাতীয় পরিবেশ আদালত এর এক নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরিবেশ আদালত তার রায়ে বলেছিল, রাজ্য সরকার তরল এবং সব ধরনের বর্জ্য নিয়ন্ত্রণে ব্যর্থ। এতে পরিবেশের অপরিসীম ক্ষতি হচ্ছে। তাই ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে ৩ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং আগামি ২ মাসের মধ্যে সেই জরিমানার অর্থ জমা দিতে হবে।
Tags