দেশদ্রোহিতার মামলায় শীর্ষে আসাম, এনসিআরবি রিপোর্ট

আসামের পরে, হরিয়ানা (৪২ টি কেস), তারপরে ঝাড়খণ্ড (৪০), কর্ণাটক (৩৮), অন্ধ্র প্রদেশ (৩২) এবং জম্মু ও কাশ্মীর (২৯)।
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে দেশে যে ৪৭৫টি রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে ৬৯টিই শুধু আসামের। গত ৮ বছরে দেশে নথিভুক্ত হওয়া ৬টি দেশদ্রোহিতার মামলার মধ্যে একটি এসেছে অসম থেকে। এনসিআরবি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে। ২০২১ সালে সারা দেশে ৭৬ টি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে, যা ২০২০ সালে নিবন্ধিত ৭৩ টির চেয়ে সামান্য বেশি। একই সময়ে, ২০১৯ সালে এই মামলার সংখ্যা ছিল ৯৩, ২০১৮ সালে ৭০ টি, ২০১৭ সালে ৫১ টি মামলা, ২০১৬ সালে ৩৫ টি মামলা, ২০১৫ সালে ৩০ টি মামলা এবং ২০১৪ সালে ৪৭ টি মামলা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad