পাটনায় গঙ্গা বক্ষে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষ, উদ্ধার ৪০ জন, নিখোঁজ ১০

 প্রতীকি ছবি

নিখোঁজদের তালিকা। তালিকাটি শাহপুর পুলিশের। রমাধর রাই (৬৫), মতি পণ্ডিতের স্ত্রী কাঞ্চন দেবী (৩৫), ধোরা রাইয়ের মেয়ে (৪০), বাসুদেব রাইয়ের মেয়ে মোলা কুমারী (১২), বলম রাইয়ের মেয়ে আরতি কুমারী (১৪), পুজন রাইয়ের স্ত্রী (৪৫), কুমকুম দেবী, বিনোদ রাই (৫০), ছতু রাই (৬০) ও মহেশ রাই (৩০)।
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পাটনায় গঙ্গাবক্ষে দুটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে যায়। এই ডুবে যাওয়া নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। কোনোরকমে ৪০ জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে জেলা প্রশাসন বলছে, নিখোঁজ রয়েছেন ৫ জন। হয়।  যারা নিখোঁজ হয়েছেন তারা দানাপুর শাহপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

জানা গেছে, সকাল ১১টায় দাউদপুর ঘাটের লোকজন তিনটি নৌকায় করে দিয়ারার গাংহারার কাছে ঘাস আনতে যায়। বিকেল ৪টার দিকে তারা সবাই নৌকায় করে ফিরছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত মানার সিও দীনেশ কুমার সিং এবং দানাপুরের সিও অমৃত রাজ জানিয়েছেন, মানার ও দানাপুরের মধ্যে গঙ্গা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। স্টেশন হাউস অফিসার সফির আলম বলেন, রাত হয়ে যাওয়ায় তল্লাশিতে সমস্যা হচ্ছে। পাটনার ডিএম ডঃ চন্দ্রশেখর সিং জানিয়েছেন, নৌকায় প্রায় ৫০ জন লোক ছিল। এর মধ্যে ৪৫ জন নিরাপদে নদী থেকে বেরিয়ে এসেছেন। নিখোঁজ রয়েছেন ৫ জন। তল্লাশির জন্য এসডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad