নেতাজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী মোদী ঃ নেতাজী কন্যা চেয়েছিলেন ২১ অক্টোবর কিংবা ২৩ জানুয়ারী

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ সন্ধে ৭টায় ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর ২৩ জানুয়ারী নেতাজীর জন্মদিনে নেতাজীর একটি হলোগ্রাম মূর্তি স্থাপিত হয়েছিল। ঠিক ছিল, স্বাধীনতা দিবসের দিনই ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তিটি স্থাপনের কথা ছিল। যদিও, সেদিন তা বসানো হয়নি। এবার সেখানেই নেতাজীর ২৮ ফুট উঁচু ৬ ফুট চওড়া মূর্তির আবরণ উন্মোচন করা হলো। নেতাজির এই মূর্তি তৈরি করেছেন ভাস্কর অরুণ যোগীরাজ। এটি গ্রানাইট পাথর দিয়ে খোদাই করা হয়েছে, ওজন ৬৫ মেট্রিক টন। জানা গেছে, এই মূর্তি তৈরি করতে সময় লেগেছে ২৬ হাজার ঘণ্টা ৷ ১৪ দিনের মধ্যে তেলেঙ্গানা থেকে তা দিল্লিতে নিয়ে আসা হয়েছে ৷ এই মূর্তিটি দিল্লিতে নিয়ে আসার জন্য একটি ট্রাকের ব্যবস্থা করা হয়েছিল।
একদিন আগেই নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এনডিএমসি) রাজপথের নাম পরিবর্তন করে 'কর্তব্য পথ' করার প্রস্তাব অনুমোদন করেছে। রাজপথ হল রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাস্তা, যার দৈর্ঘ্য ৩.২০ কিলোমিটার। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মোদীর এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ একটি ট্রাফিক অ্যাডভাইজরি জারি করেছে। এদিকে, ডিএমআরসি-র তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর থেকে ইন্ডিয়া গেট/সেন্ট্রাল ভিস্তায় যাঁরা যাবেন, তাঁদের জন্য বাস পরিষেবা দেবে দিল্লি মেট্রো। এতে জাতীয় স্টেডিয়াম সি-হেক্সাগনের ভৈরোঁ রোড থেকে ১ নম্বর গেট পর্যন্ত ৬টি বাস চলাচল করবে। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এক সপ্তাহের জন্য এই পরিষেবা পাওয়া যাবে।
অন্যদিকে, নেতাজী কন্যা অনিতা জানিয়েছিলেন, ‘সরকার নেতাজিকে সম্মান জানাতে চায়, এটা বুঝছি, তবে কোনও না কোনও ভাবে পুরোটা খুব বিভ্রান্তিকর হয়ে পড়ছে। আমাদের এটা মেনে নিতে হবে যে, সেদিন কর্মসূচিতে অনেক কিছু রয়েছে। তার মধ্যে নেতাজির মূর্তি উন্মোচন একটি বিষয় মাত্র। আমি খুশি হতে পারছি না, কারণ সমস্ত আয়োজনটাই অত্যন্ত বিশৃঙ্খল। তবে মূর্তি বসছে বলে আমি অবশ্যই খুশি। ৮ সেপ্টেম্বর তারিখটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। নেতাজির সঙ্গে এর কোনও যোগই নেই। আমরা আশা করেছিলাম, ২১ অক্টোবর (আজাদ হিন্দ গঠন, এবার আশিতম বছর) বা ২৩ জানুয়ারি(সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী) হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad