কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্যের পুলিশ সুপারদের সুস্পষ্ট ‘গাইডলাইন দিলেন ডিজি

রজত রায়, কলকাতাঃ বাগুইআটির ঘটনা রাজ্যের পুলিশ বাহিনীর কাছে এক প্রাথমিক ব্যর্থতা। বর্তমানের ডিজিট্যাল দুনিয়ায় এই ব্যর্থতা পুলিশকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। খোদ রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও অখুশি। তিনি ডিজিকে পরিস্কার নির্দেশ দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে ‘রেজাল্ট’ চাই। তাই, বাগুইআটির মতো ঘটনা যাতে আগামীদিনে না ঘটে সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের ডিজি । রাজ্যের পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে এক বৈঠকে বেশ কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে জানা গেছে। যেমন ১) এসপিদের সব সময়ের জন্য থানা গুলোর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ২) মাঝে মধ্যেই জেলার ওসি/আইসিদের সঙ্গে বৈঠক করতে হবে এসপিদের। ৩) মাঝে মধ্যেই এসপিদের থানায় ভিজিট করতে হবে। প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট করতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ৪) ওসিদের/আইসিদের নির্দেশ দিতে হবে যে কোনও অভিযোগ আসলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। তেমন ঘটনা হলে ওসি/আইসিদের উপর মহলে জানাতে হবে বলেও এই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। এছাড়া, দুর্গাপুজোর সময় কোথাও যাতে কোনও রকম অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে সবরকম ব্যবস্থা নিতে বলা হয়েছে । যেভাবেই হোক পুজো অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে করতে হবে বলেও পুলিশ প্রশাসনকে নির্দেশ রাজ্য পুলিশের ডিজির।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad