তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে তীব্র উত্তেজনা, হাতাহাতি, তৃণমূলের ৯ জন মহিলা আহত হয়েছেন বলে দাবি

নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বরঃ ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ তারকেশ্বরে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জনসভায় তুলকালাম ঘটে। জনসভার মিছিলে কালোপতা দেখানো ও মিছিল থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় দু দলের এক সংঘর্ষে বেশ কয়েকজন মহিলা আহত হন, আঘাত লাগে স্থানীয় এক সংবাদ প্রতিনিধির গায়েও। 

তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায় এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, “শৈবতীর্থ তারকেশ্বরে এক নগ্ন কীর্তিকলাপের নিদর্শন রেখে গেল বিজেপি। ওদের নির্লজ্জ আক্রমণে লাঞ্ছিতা হয়েছেন বহু মহিলা। প্রায় ৯ জনের আঘাত লাগে। তিনজনের মাথা ফাটে। একজন সিভিক ভলেন্টিয়ার ও আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।“ রামেন্দু সিংহরায়  আরও বলেন, “ওরা কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিল, কিন্তু সেখানে তাদের উপর নেমে এলো চরম লাঞ্ছনা।“ 
অন্যদিকে, বিজেপির অভিযোগ, তাদের কালো পতা দেখানো হয়েছে ও ‘গো ব্যাক’ ধ্বনি দেওয়া হয়েছে। বিজেপির কেউ মহিলাদের উপর আক্রমণ চালায় নি। তৃণমূল মিথ্যা বলছে।
বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকরা তাদের নেতার উদ্দেশ্যে কালো পতাকা দেখায়। অন্যদিকে, তৃণমূলের মহিলা সমর্থকদের দাবি, তাদের উদ্দেশ্যে মিছিল থেকে পাথর ছোঁড়া হয়েছে। তাদের আক্রমণ করা হয়েছে। জানা গেছে, আজ দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও গ্যাসের দাম ক্রমাগত বেড়ে চলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে বহু মহিলা নানা ধরণের প্ল্যাকার্ড নিয়ে রাস্তার ধারে দাড়িয়েছিলেন। পুলিশ তাদের ঘিরেও রেখেছিল বলে জানা গেছে। 
তৃণমূলের অভিযোগ, এই সময় বিজেপির মিছিল থেকে প্রথমে তাদের উদ্দেশ্যে কটূক্তি করা হয়। অন্যদিকে, বিজেপির অভিযোগ, তাদের নেতাকে কালো পতাকা দেখায় ওই সমস্ত মহিলারা। এই চাপান-উতোর ক্রমশঃ মারামারির চেহারা নেয়। আশেপাশের লোকজন ভয় পেয়ে ছুটতে শুরু করে। উল্লেখ্য, আগামি ১৩ তারিখে বিজেপির নবান্ন অভিযানের অঙ্গ হিসাবে  শুভেন্দু   জেলায় জেলায় সমাবেশ করছেন। সেই হিসাবে আজ হুগলি জেলার তারকেশ্বরে শুভেন্দু অধিকারির জনসভা ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad