কেন্দ্রীয় সরকার কী হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে 'উদ্বিগ্ন? শেখ হাসিনার ভারত সফরে তাকে আমন্ত্রণ না জানানোয় বললেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে তাকে না ডাকার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার কেন্দ্রের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসেছেন এবং আমার ্সঙ্গে দেখা করার ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলায় আসেননি। "বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও আমাকে শিকাগো এবং চীন সহ অনেক জায়গায় অনুষ্ঠানে যোগ দিতে যেতে দেয়নি," একটি দলীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন তৃণমূল নেত্রী তথাআ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এলেন এবং আমার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলায় আসেননি। আমি জানি না কেন তারা (বিজেপি) এত ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কেন হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে 'উদ্বিগ্ন' তা নিয়ে তিনি কৌতূহলী। তবে, আমি পররাষ্ট্র বা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না। কিন্তু, আমি লক্ষ্য করেছি যে যখনই আমাকে কোনও বিদেশী দেশে আমন্ত্রণ জানানো হয় তখন কেন্দ্র আমাকে থামানোর চেষ্টা করে। আমি জানতে চাই, কেন কেন্দ্রীয় সরকার আমার বিদেশী গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দেখা করার ব্যাপারে এত চিন্তিত," বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad