রোগীর ভাইপো অজয় চৌধুরীরজানালেন এক অদ্ভুত কথা। তিনি বলেন, আমরা এক বছর আগে চাচাকে নেশা ছাড়ানোর জন্য একটা নেশা-মুক্তি কেন্দ্রে ভর্তি করেছিলাম। মনে হচ্ছে সেখানে তাকে এই চামচগুলি খেতে বাধ্য করা হয়েছিল।" অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা ওই রোগী চিকিৎসকদের জানিয়েছেন, তাঁকে একটি ডি-অ্যাডিকশন সেন্টারে চামচ 'খেতে' বাধ্য করা হয়েছিল।
ডাঃ রাকেশ খুরানা, যিনি বিজয়ের অপারেশন করেছিলেন, তিনি বলেন, "১৫ দিন আগে তাকে আমার কাছে নিয়ে আসা হয়েছিল এবং এক্স-রেতে আমরা তার পেট এবং বৃহত অন্ত্রের মধ্যে ধাতব কিছু খুঁজে পেয়েছি। আমি যখন রোগীকে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন, তাকে সেই চামচগুলি খেতে বাধ্য করা হয়েছিল। খাওয়ার আগে সমস্ত চামচের মাথা সরিয়ে ফেলা হয়েছিল। প্রায় দু'ঘণ্টা ধরে অপারেশন করে আমরা ৬৩ টি চামচ বের করি। তবে, রোগী কখন এই চামচগুলি খেয়েছিলেন তা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না।“
এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।