নেশা ছাড়াতে চামচ খাওয়ানো হয়েছিল? রোগীর পেট থেকে বের হল ৬৩ টি চামচ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ নেশা ছাড়ানোর দাওয়াই কি স্টিলের চামচ? ঠিক সেই অভিযোগই করেছেন এক রোগীর আত্মীয়। জানা গেছে, ঘটনায়, উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার বাসিন্দা ৩২ বছর বয়সী বিজয় কুমার চৌধুরী দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। অম্বল হয়েছে ভেবে প্রচুর ওষুধও খেয়েছিলেন, কিন্তু দিন দিন ব্যথা বাড়তে থাকায় তাকে নিয়ে আসা হয়েছিল একটি বেসরকারী হাসপাতালে। তার অবস্থা এমন হয়েছিল যে, পেটের তীব্র ব্যথায় তিনি বসতেও পারছিলেন না।
সেখানে ১৫ দিন আগে তিনি ভর্তি হন। ডাক্তাররা পেটের এক্স রে করে দেখতে পান, অন্ত্রের মধ্যে ধাতব কিছু রয়েছে। এরপর ডাক্তারদের সিদ্ধামতো অপারেশন শুরু হয়। প্রায় ২ ঘন্টা ধরে চলে অপারেশন। অপারেশন শুরুর পর চক্ষু চড়কগাছ ডাক্তারদের। তার অন্ত্রের মধ্যে সারি সারি স্টিলের চামচ। একের পর এক চামচ বের করা হয়। গুণে দেখাযায় ৬৩ টি। অবাক ডাক্তার নার্সরা।
 রোগীর ভাইপো অজয় চৌধুরীরজানালেন এক অদ্ভুত কথা। তিনি বলেন, আমরা এক বছর আগে চাচাকে নেশা ছাড়ানোর জন্য একটা নেশা-মুক্তি কেন্দ্রে ভর্তি করেছিলাম। মনে হচ্ছে সেখানে তাকে এই চামচগুলি খেতে বাধ্য করা হয়েছিল।" অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা ওই রোগী চিকিৎসকদের জানিয়েছেন, তাঁকে একটি ডি-অ্যাডিকশন সেন্টারে চামচ 'খেতে' বাধ্য করা হয়েছিল।
 ডাঃ রাকেশ খুরানা, যিনি বিজয়ের অপারেশন করেছিলেন, তিনি বলেন, "১৫ দিন আগে তাকে আমার কাছে নিয়ে আসা হয়েছিল এবং এক্স-রেতে আমরা তার পেট এবং বৃহত অন্ত্রের মধ্যে ধাতব কিছু খুঁজে পেয়েছি। আমি যখন রোগীকে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন, তাকে সেই চামচগুলি খেতে বাধ্য করা হয়েছিল। খাওয়ার আগে সমস্ত চামচের মাথা সরিয়ে ফেলা হয়েছিল। প্রায় দু'ঘণ্টা ধরে অপারেশন করে আমরা ৬৩ টি চামচ বের করি। তবে, রোগী কখন এই চামচগুলি খেয়েছিলেন তা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না।“ 
এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad