মন্ত্রীদের কড়া নির্দেশ, অনুমতি ছাড়া নিয়োগ নয়
3:54:00 PM
0
রজত রায়, কলকাতাঃ ‘যত কান্ড কাঠমান্ডু’তের মতো, যত দূর্নীতি নিয়োগে। এই কথাটা মনে রেখে এবারে সরকার ক্তহোর মনোভাব নিতে চলেচ্ছে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। কারণ দূর্নীতি সরকারের কোন মন্ত্রীই করুক, কিংবা দলের কোন নেতা, পরোক্ষে চাপটা পড়ে সরকারের উপর। আর এই রাজ্যের ক্ষেত্রে দলের ভাবমূর্তিও নষ্ট হয় সেই সমস্ত লোভী অ দূর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের জন্যই।
এবার তাই নিয়োগ নিয়ে সব মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ অনুমতি ছাড়া স্থায়ী, অস্থায়ী কোন পদেই আর নিয়োগ করা যাবে না বলে মন্ত্রীদের সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর এ ব্যাপারে এখনো পর্যন্ত যা অভিযোগ এসেছে, সেটা শিক্ষা দপ্তরেই সবচেয়ে বেশি, তাই দপ্তরের বর্তমান মন্ত্রী ব্রাত্য বসুকে বিশেষ করে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পর্যালোচনা বৈঠকে বলেছেন, যে কোনও নিয়োগের আগে প্রতিটি দফতরের নির্দিষ্ট কমিটির থেকে অনুমতি নিতে হবে।