পুকুর খনন করতে গিয়ে মিলল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি
5:04:00 PM
0
বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংদেশের মাদারীপুরের ডাসারে একটি পুকুর খনন করতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। রবিবার (৩রা সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার গোপালপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপালপুর এলাকার মোঃ ফারুক হোসেন ওরফে মঞ্জু তার বাড়ির পাশে একটি পুকুর খনন কাজ শুরু করে। খনন কাজ করা অবস্থায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি মাটির তলদেশ থেকে বেড়িয়ে আসে। পরে ডাসার থানা পুলিশের সহযোগিতায় কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন ফারুক হোসেনের বাড়ি থেকে দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে।
এ সম্পর্কে কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, খবর পেয়ে আমরা মঞ্জু সাহেবের বাড়ি থেকে দুর্লভ কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করি। মূর্তিটি লম্বায় আড়াই ফুট হবে। খুবই সুন্দর ও পুরোপুরি অক্ষত রয়েছে মূর্তিটি।জেলা প্রশাসনের ট্রেজারিতে উদ্ধার করা মূর্তিটি জমা রেখেছে।
Tags