রাজ্যের ৪২ হাজার ২৮টি পুজো কমিটিগুলিকে পুজো অনুদান দেওয়ার কাজ শুরু হতে চলেছে

ভয়েস ৯, কলকাতাঃ রাজ্যের পুজো কমিটিগুলিকে পুজো অনুদান দেওয়ার কাজ শুরু হতে চলেছে। জানা গেছে, রাজ্যের ৪২ হাজার ২৮টি দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। এবার সেই ঘোষণা মতো রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিকের তরফে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে নির্দেশিকা পাঠানো হল। পুজো কমিটিগুলিকে অনুদানের জন্য বরাদ্দ করা হয়েছে প্রয়োজনীয় অর্থও। গত ৬ সেপ্টেম্বর রাজ্য স্বরাষ্ট্র দফতরের উপসচিব পর্যায়ের এক আধিকারিকের তরফে নির্দেশিকা পাঠানো হয় রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকার ৩,০০০ পুজো এবং রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীণ মোট ৩৫টি জেলা ও কমিশনারেট এলাকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্য অর্থ দফতর সূত্রের খবর, ইতিমধ্যে বুধবার পুজোর অনুদানের ওই অর্থ বরাদ্দ করা হয়ে গিয়েছে। পুজো কমিটিগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে দেওয়ার জন্য দু’টি পৃথক ‘মেমো’র মাধ্যমে রাজ্য পুলিশকে ২২২ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং কলকাতা পুলিশকে ১৮ কোটি দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad