‘কর্তব্য পথে’র যাত্রা শুরু আজ, উন্মোচিত হবে নেতাজীর ২৮ ফুট উঁচু মূর্তি
8:13:00 AM
0
অলোকেশ শ্রীবাস্তব, নতুন দিল্লি, ভয়েস ৯ঃ স্বাধীনতার ৭৫ তম বর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক মানসিকতাকে বর্জন করে এক নতুন ভারত গড়ার লক্ষ্যে আজ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়া গেটে ‘কর্তব্য পথ’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পি এম ও সূত্রে জানা গেছে, একইসঙ্গে তিনি নেতাজী সুভাষ চন্দ্র বসুর গ্রানাইট মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। এ বছর ২৩ জানুয়ারী নেতাজীর জন্মদিনে নেতাজীর একটি হলোগ্রাম মূর্তি স্থাপিত হয়েছিল।ঠিক ছিল, স্বাধীনতা দিবসের দিনই ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তিটি স্থাপনের কথা ছিল। যদিও, সেদিন তা বসানো হয়নি। এবার সেখানেই নেতাজীর ২৮ ফুট উঁচু মূর্তির আবরণ উন্মোচন করা হবে। নেতাজির এই মূর্তি তৈরি করেছেন ভাস্কর অরুণ যোগীরাজ। এটি গ্রানাইট পাথর দিয়ে খোদাই করা হয়েছে, ওজন ৬৫ মেট্রিক টন।