১৯৯৬ সালের এই দিনে তিনি অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।
সালমান শাহর জন্ম ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাড়িয়া পাড়াস্থ তার নানা বাড়ি আব এ হায়াত ভবনে, যা এখন সালমান শাহ্ ভবন হিসেবে পরিচিত। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন।
সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের ২টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন।
সালমান শাহ্র উল্লেখ যোগ্য সিনেমা গুলোর মধ্যে অন্যতম-সুজন সখি (১৯৯৪), বিক্ষোভ (১৯৯৪), স্বপ্নের ঠিকানা (১৯৯৪), মহামিলন (১৯৯৫), বিচার হবে (১৯৯৬), তোমাকে চাই (১৯৯৬), স্বপ্নের পৃথিবী (১৯৯৬), জীবন সংসার (১৯৯৬), চাওয়া থেকে পাওয়া (১৯৯৬), প্রেম পিয়াসী (১৯৯৭), স্বপ্নের নায়ক (১৯৯৭), আনন্দ অশ্রু (১৯৯৭), বুকের ভিতর আগুন (১৯৯৭) সহ মোট ১৪টি ছবিতে অভিনয় করেছেন। সবকটি ছবি ব্যবসা সফল হয়। সালমান শাহ যুগ যুগ ধরে বেঁচে থাকবে ভক্তদের অন্তরে
তার অকাল মৃত্যু আজও রহস্য, আজ সেই অমর নায়ক সালমান শাহ্ এর ২৫তম মৃত্যু বার্ষিকী
5:30:00 PM
0
বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ উনিশ দশকে বাংলা চলচিত্রের অন্যতম সেরা অভিনেতা হিসেবে খ্যাতির শীর্ষে ছিলেন সালমান শাহ্। বাংলাদেশের সিনেমা প্রিয় প্রতিটি দর্শকদের হৃদয়ে আজও অমর হয়ে আছেন এই সুদর্শন অভিনেতা। আজ (৬ সেপ্টেম্বর) ঢালিউডের বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ্’র ২৫ তম মৃত্যু বার্ষিকী ।
Tags