ঘুষ দিয়ে চতুর্থ শ্রেণি পাস স্ত্রীকে চাকরিঃ দাঁররা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা

ভয়েস ৯, পশ্চিম মেদিনীপুরঃ এবার খোদ দলীয় কর্মীরাই তালা লাগালেন তৃণমূল পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নম্বর দাঁররা গ্রাম পঞ্চায়েত অফিসে। অভিযোগ পঞ্চায়েত প্রধান শঙ্কর লায়ার বিরুদ্ধে। অভিযোগ তিনি তার ক্লাস ফোর পাশ করা স্ত্রীকে পঞ্চায়েত অফিসে ট্যাক্স কাটার চাকরি পাইয়ে দিয়েছেন। প্রথমে ঘেরাও, তারপর বিক্ষোভ, শেষে পঞ্চায়েত অফিসেউ তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল কর্মীরাই। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। 

পঞ্চায়েত অফিসে কেন তালা ঝোলানো হলো, তার উত্তরে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জানালেন, ‘আমরা সবাই এলাকার তৃণমূল কর্মী। মুখ্যমন্ত্রী চান স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হোক। আমরা তাই ওই পদে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ চাইছি। সহজ কথায় দুর্নীতিমুক্ত তৃণমূল চাইছি আমরা। কিন্তু, প্রধান নিজের স্ত্রীকে অন্যায়ভাবে চাকরি পাইয়ে দিয়েছেন, তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি।‘ 

অন্যদিকে, গ্রাম-পঞ্চায়েত প্রধান শঙ্কর লায়া জানান, ‘যারা বিক্ষোভ করছে তাঁরা দলের কর্মী কিনা আমি সেটা ঠিক বলতে পারছি না। কয়েকজন বিক্ষোভ দেখিয়েছেন বলে আমার কাছে খবর এসেছে। যারা এসব অভিযোগ করছেন, তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। বাকিটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসন বুঝে নেবে।‘

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad