উচ্চমাধ্যমিক ২০২৩: বদল ঘটছে প্রশ্নপত্রে, একাদশের ক্ষেত্রেও
4:34:00 PM
0
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ২০২৩ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে আগামি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে কিছুটা বদল আনা হয়েছে। একইসঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রেও বদল আনা হয়েছে। এতদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুটি করে প্রশ্নপত্র দিত পরীক্ষার্থীদের। ২০২৩ থেকে আর থেকে দুটি নয়, একটিমাত্র প্রশ্নপত্র থাকবে উচ্চ মাধ্যমিকের জন্য। ওই প্রশ্নপত্রেই অবজেক্টিভ টাইপ প্রশ্নের পাশাপাশি সব ধরনের প্রশ্নই থাকবে। মূলত উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে দীর্ঘ কয়েক বছর ধরে 'পার্ট এ' এবং 'পার্ট বি' এই দুটি প্রশ্নপত্র আকারে থাকত।
যার মধ্যে 'পার্ট বি' উত্তরপত্রের সঙ্গে যুক্ত করতে হত পরীক্ষার্থীদের। মূলত এই 'পার্ট বি' প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের অবজেকটিভ প্রশ্নপত্র থাকত। যেখানে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রের মধ্যেই উত্তর দিতেন। কিন্তু এ বার থেকে এই নিয়ম আর থাকছে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ছাত্র-ছাত্রী, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের মতামত ও পরামর্শকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পরিবর্তনের পিছনে সংসদ কারণ হিসাবে সংসদ বলেছে, অনেক সময় শিক্ষক-শিক্ষিকারা ‘পার্ট বি’ এর নম্বর দিতে ভুলে যান, অথবা অনেক সময় 'পার্ট বি'-র প্রাপ্ত নম্বর যোগ করতে ভুলে যান। এ বারের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রেও এই ধরনের উদাহরণ একাধিক ক্ষেত্রে উঠে এসেছে। বিশেষত রিভিউ করার ক্ষেত্রে এই গাফিলতি নজরে এসেছে সংসদের।