Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

কাশ্মীরে খুন ২ উত্তরপ্রদেশের বাসিন্দা, গ্রেপ্তার লস্কর-ই-তইবার ১ সন্ত্রাসবাদী

ভয়েস ৯, নতুন দিল্লি নিউজ ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার হারমেন এলাকায় উত্তর প্রদেশের দুজন স্থানীয় শ্রমিককে হত্যা গতকাল সন্ত্রাসবাদীদের গুলিতে খুন হন। 
নিহতদের নাম মনিশ কুমার ও রাম সাগর, দুজনেই উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা। এখানে শ্রমিকের কাজ করতেন। ঘটনার খবর পাওয়ামাত্রই জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছায়। এরপর পুলিশ তল্লাশী চালিয়ে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার (এলইটি) এক হাইব্রিড সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
 জম্মু ও কাশ্মীর পুলিশ অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পুলিশ (কাশ্মীর জোন) উদ্ধৃত করে টুইট করেছেন, বিজয় কুমার টুইট করে জানান, "নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন এলইটি-র হাইব্রিড সন্ত্রাসী, শোপিয়ানের হারমেন এলাকার ইমরান বশির গণিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্ত ও অভিযান চলছে।
প্রতীকি ছবি

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad