‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় সিবিআই এবার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামীকে তলব করল

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় এবার ডাক পড়লো তৃণমূলের রাজারহাট-গোপাল্পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে। তাকে সকাল ১১ টা নাগাদ সল্ট লেকের সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দেবরাজবাবু দমদম সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি। উল্লেখ্য, ভোটের পর প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে। বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ কেষ্টপুরের হরিচাঁদ গুরুচাঁদ পল্লিতে তিনি থাকতেন। বাড়ির বাইরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপি দাবি করেছিল প্রসেনজিৎ দাস বিজেপির কর্মী ও সমর্থক ছিলেন। এ ব্যাপারে মামলা দায়ের হয় এবং পরে সিবিআইয়ের হাতে এর তদন্তের দায়িত্ব পরে। জানা গেছে, এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই য়াজ তাকে ডেকে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad