Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

রাশিয়ার বেলগোরোদে সীমান্তের বিদ্যুৎ-পরিষেবা কেন্দ্রে ইউক্রেনের গোলাবর্ষণ, বললেন গভর্নর

 

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ এবার রাশিয়ার বিদ্যুৎ-পরিষেবা কেন্দ্রে গোলাবর্ষণ করলো ইউক্রেন। রাশিয়ার বেলগোরোদে সীমান্তের কাছে বাসভবন ও বিদ্যুৎ-পরিষেবা কেন্দ্রে এই বোমা বর্ষণ করা হয় বলে জানা গেছে।  রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর মঙ্গলবার বলেন, ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী শেবেকিনো শহরে একটি বিদ্যুৎ সাবস্টেশনে ইউক্রেনের গোলাবর্ষণের পর ২,০০০-এরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। অবশ্য, ইউক্রেন এই বোমা বর্ষণের ব্যাপারে কোন মন্তব্য করেনি।

টেলিগ্রামে এক পোস্টে বেলগোরোডের গভর্নর ভায়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, জরুরি পরিষেবা সংস্থাগুলি বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনতে কাজ করছে। স্থানীয় জেলা প্রধান জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়া ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর ইউক্রেনের এই প্রত্যাঘাত। এর আগে, রাশিয়া ইউক্রেনের বিদ্যুত-পরিষেবারও পানীয় জল প্রকল্প গুলিতে আঘাত হানে।



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad