আধার কার্ড ছাড়া আর বিয়ে করা যাবে না, শীঘ্রই চালু হবে এই নিয়ম


বিয়ের নামে নারী-পাচার রুখতে এই সিদ্ধান্ত যথেষ্ট ভালো ফল দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট দপ্তর।

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এবার বিয়ে করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক হতে চলেছে। বিয়ের ক্ষেত্রে যাতে পাত্র-পাত্রী প্রতারণার শিকার না হন, সেটা রুখতেই এই সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। জানা গেছে, উত্তরপ্রদেশে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য আধার নম্বর বাধ্যতামূলক হতে চলেছে এবং শীঘ্রই এই সংক্রান্ত নতুন নির্দেশ জারি হতে চলেছে। রাজ্যের স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন বিভাগ এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করতে চলেছে বলে খবর।

উত্তর প্রদেশে বিবাহ নথিভূক্ত করার জন্য স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন বিভাগকে  অনুমোদন দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে একটি অনলাইন সিস্টেম তৈরি করা হয়েছে। বিবাহ নথিভূক্তের জন্য উত্তররপ্রদেশে স্ট্যাম্প ও রেজিস্ট্রিশন বিভাগে আবেদন আবেদন করতে হয় নবদম্পতিকে। এরপর পাত্র-পাত্রীর পরিচয়পত্র, বয়স ও বাসস্থান সংক্রান্ত যাবতীয় নথি দেখে বিয়ের আইনি স্বীকৃতি দেন সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকরা।

শুধু তাই নয়, যাঁরা বিয়ে করেন, আদালতে তাঁদের হলফনামাও দিতে হয়প্রশাসন সূত্রে খবর, বিয়ে নথিভুক্ত করার ক্ষেত্রে যদি আধার কার্ড বাধ্যতামূলক করা না হয়, তাহলে সেক্ষেত্রে জালিয়াতি আটকানো সম্ভব হবে না।প্রতারিত হতে পারেন দম্পতিদের যে কেউ। অনেক সময় দেখা যায়, ভিন রাজ্য থেকে এই রাজ্যের কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়া হল। পরে দেখা গেল, সেই মেয়েটি প্রতারিত হয়েছে। এই ধরণের জালিয়াতি আটকাতে, বিয়ের নামে নারী-পাচার রুখতে এই সিদ্ধান্ত যথেষ্ট ভালো ফল দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট দপ্তর। এদিকে, ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠকও সেরে ফেলেছেন পদস্থ আধিকারিকরা। তাই আধার কার্ড ছাড়া এবার আর বিয়ে করা যাবে না উত্তরপ্রদেশে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad