গুরুগ্রাম: বৃষ্টির জলে ভরা 'পুকুরে' ডুবে মৃত্যু হল ৬ শিশুর, উদ্ধার সকলের দেহ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ হরিয়ানার গুরুগ্রামে মর্মান্তিকভাবে মৃত্যু হল ৬ জন শিশুর। এদের বয়স ৮ থেকে ১১ বছর। জানা গেছে, বৃর্ষ্টির জলে টইটুম্বুর একটি অস্থায়ী 'পুকুরে' স্নান করতে গিয়েছিল ৭ জন শিশু। পুকুরের জল যে অনেক গভীর হয়ে গেছে বুঝতে পারেনি ওই শিশুর দল। নিমেষে জলের অতলে তলিয়ে যায় ৬ জন। একজন তখনো নামে নি জলে, সে এসে বাড়ির লোকজনকে খবর দেয়। তারপর শুরু হয় তল্লাশি। জানা গেছে, সমস্ত শিশু নিকটবর্তী কালোনি শঙ্কর বিহারের বাসিন্দা। তারা সেক্টর ১১১ এর কাছে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। ডিসি এন যাদব জানান, যে সমস্ত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, তাদের নাম দেবা, পিয়ুশ, অজিত, দুর্গেশ, রাহুল ও বরুণ। মৃতদেহগুলি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে এবং সোমবার পোস্টমর্টেম করা হবে। গুরুগ্রামের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি জানান, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এই জাতীয় অস্থায়ী পুকুরগুলি চিহ্নিত করব এবং তাদের জল নিষ্কাশন করব যাতে ভবিষ্যতে এই জাতীয় দুর্ঘটনা না ঘটে।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad