রাশিয়া-ইউক্রেন আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরশাহী

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ইতিবাচক পদক্ষেপ হতে পারে আলোচনা। কারণ, এই মুহুর্তে বিশ্বের সব দেশের নজর পুতিনের ভূমিকার উপর। শেষ পর্যন্ত তিনি কি ইউক্রেনের উপর পারমানবিক হামলা চালাবেন, এই প্রশ্নটাই ঘুরছে দেশের রাষ্ট্রনায়কদের মনে। ভারতের পক্ষ থেকেও আলোচনায় বসার দিকে জোর দেওয়া হয়েছে। 
গতকাল সংযুক্ত আরব আমিরাশাহীর প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতায় প্রস্তুত বলে জানিয়েছেন। বৈঠকে পুতিন "সংযুক্ত আরব আমিরাশাহীর প্রচেষ্টার প্রশংসা প্রকাশ করেন।“ 

অন্যদিকে সি এন এনের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন যে ইউক্রেনের সংঘাতে রুশ নেতা ভ্লাদিমির পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন বলে তিনি আশা করেন না। যদিও এর আগে, অক্টোবরের ৭ তারিখে তিনি বলেছিলেন, তিনি রুশ নেতাকে 'মোটামুটি ভালোভাবেই' চেনেন এবং এ কারণেই তিনি মনে করেন, পুতিন 'কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে কথা বলার সময় রসিকতা করছেন না।
ছবি  সৌজন্যঃ তাস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad