Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

ঢাকার গুলশানে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড, প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে বৃদ্ধ দম্পতি প্রাণ হারিয়েছেন। তারা হলেন- ওবায়দুল হক (৭৫) ও জাহানারা হক (৭৩)। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া তুরাগে কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বুধবার দিনগত রাত ২টা ৫৫ মিনিটে তারা খবর পায় গুলশান-১ এ সাত নম্বর সড়কের ১০ নম্বর ভবনের ৫ম তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে দুটি ইউনিট ছুটে যায় সেখানে। আগুন নেভানোর পর ঘরের দরজা ভেঙে ওবায়দুল হক ও তার স্ত্রী জাহানারা হককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ভোরে মারা যান তারা। আগুন লাগা ফ্ল্যাটটি তাদের নিজের। তাদের একমাত্র মেয়ে আমেরিকায় থাকেন।

আগুন নির্বাপণে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ছয়তলা ভবনের ৫ম তলায় ওবায়দুল দম্পতি বসবাস করতেন। স্ত্রী জাহানারা প্যারালাইজড রোগী। তাদের দেখভালের জন্য দুজন নারী গৃহকর্মী ওই বাসায় থাকেন সার্বক্ষণিক। বুধবার রাতে যখন আগুন লাগে তখন গৃহকর্মীরা ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়েছিলেন। আরেকটি কক্ষে ছিলেন ওবায়দুল ও জাহানারা। ধারণা করা হচ্ছে, রাতে মোবাইল ফোন চার্জ দেওয়া ছিল। সেখান থেকে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। আগুন লাগলেও বাসিন্দারা কেউ প্রথম দিকে টের পাননি। প্রচণ্ড ধোঁয়া জানালা দিয়ে বাইরে বের হওয়ার পর পাশের ফ্ল্যাটের লোকজন বিষয়টি টের পান। তারাই খবর দেন ফায়ার সার্ভিসে। প্রতিবেশীদের সহায়তায় গৃহকর্মীরা বের হতে পারলেও ওই দুইজনকে উদ্ধার করতে পারেননি তারা।

জহিরুল বলেন, আগুন লাগার অনেক পরে খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তারা। ঘটনার পরপরই তাদের উদ্ধার করা সম্ভব হলে হয়ত তাদের বাঁচানো সম্ভব হত। ঘরের আসবাব ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যু হয়েছে। দুজনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়।

এদিকে ভোরে তুরাগের ভাটুলিয়া এলাকায় একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় ১০ জন অসুস্থ হয়েছেন। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভোর ৪টা ৫৮ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যায়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad