Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

কেরলে ১৬০০ কোটির স্বাস্থ্য দুর্নীতি! অভিযুক্ত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠল ১৬০০ কোটি টাকার দূর্নীতির অভিযোগ। জানা গেছে, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলজাকে সম্প্রতি মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। নিপা ভাইরাস ও করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, জার জন্য আমেরিকা, ইংল্যান্ডেও প্রশংসিত হয়েছিলেন। অভিযোগ উঠেছে, করোনাকালে তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন PPE কিট এবং অন্যান্য জিনিষ কেনার সময় বিরাট পরিমান অর্থ আত্মসাৎ করেন। অভিযোগে জানা গেছে, ৫০০ টাকার কিট তিনি ক্রয় করেন ১৫০০ টাকায়। এক কংগ্রেস নেত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কেরলের লোক-আয়ুগ কে কে শৈলজাকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর যোগ রয়েছে।
এই অভিযোগের ব্যাপারে শৈলজা বলেন, “PPE কিট শেষ হয়ে গিয়েছিল। সেই কারণে চিকিৎসকদের প্রাণ বাঁচানোর স্বার্থে ৫০০ টাকার সামগ্রী ১৫০০ টাকায় ক্রয় করতে হয়েছে। এসব কিছু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারপরেই ক্রয় করি। এর সঙ্গে দুর্নীতির কোন রকম সম্পর্ক নেই। মোট ১৫ হাজার কিট কেনা হয়েছিল এবং পরবর্তীতে বেশ কিছু বাতিলও করা হয়।” মুখ্যমন্ত্রী বিজয়ন এবং ক্ষমতাসীন সিপিআই (এম) পিপিই কিট কেনার বিষয়ে লোক আয়ুক্তার নোটিশের বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, এলডিএফ বিধায়ক কে টি জলিল শনিবার একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি সরাসরি শৈলজাকে দেওয়া নোটিশের কথা উল্লেখ না করে দুর্নীতি বিরোধী সংস্থার সমালোচনা করেছেন। তিনি বলেন, বিশ্বকে জানাতে পেরে ভাল লাগছে যে লোক আয়ুক্তা জানেন কীভাবে প্রাথমিক তদন্ত পরিচালনা করতে হয় এবং দলকে নোটিশ দিতে হয়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad